গারুলিয়া পিনকল মোড়ে পথ অবরোধ করলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্যরা
গারুলিয়া পিনকল মোড়ে পথ অবরোধ করলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্যরা ,
নিউজ ইউনিক ইন্ডিয়া ,৬ সেপ্টেম্বর: আর জি কর ইস্যুতে এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হচ্ছে। সেই অনুযায়ী আজ গারুলিয়া পিনকল মোড়ে পথ অবরোধ করলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্যরা।
বারোটা থেকে প্রায় আধঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়।
Watch full video 👇
https://youtu.be/bGV5Zhrh7Ak?si=Fz61gXJgt5RRoMeJ
Comments
Post a Comment