পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত
News Unique India Exclusive
পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত
News Unique India,৯ মে: পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে বিজেপি নেতা রানা দাশগুপ্তের হাত ধরে পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল বিশ্বাস, মিলন বিশ্বাস, পরিতোষ শিকদার, দেবু বিশ্বাস, পূর্ণ শিকদারের নেতৃত্বে ১০০ জন সহ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ, তৃণমূল নেতা তাপস বিশ্বাস, সুভাষ দাস সহ গৌতম মালের নেতৃত্বে, ২০০ জন তৃণমূল কর্মী বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ কৌস্তব বাগচীর উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলো।
বিজেপিতে যোগদান করার পর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে বিজেপি নেতা রানা দাশগুপ্তের হাত ধরে পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল বিশ্বাস, মিলন বিশ্বাস, পরিতোষ শিকদার, দেবু বিশ্বাস, পূর্ণ শিকদারের নেতৃত্বে ১০০ জন সহ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ, তৃণমূল নেতা তাপস বিশ্বাস, সুভাষ দাস সহ গৌতম মালের নেতৃত্বে ,২০০ জন তৃণমূল কর্মী বিজেপি প্রার্থী অর্জুন সিং সহ কৌস্তব বাগচীর উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে যোগদান করলো।
বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিং জানান এই যোগদানের পরে বিজেপি দল আরো শক্তিশালী হলো। তার পাশাপাশি যোগদানকারীদের পক্ষ থেকে জানানো হয় দলে থাকলেও তাদের গুরুত্বহীন অবস্থায় ফেলে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্বরা। তাই তারা বিজেপি দলে যোগদান করলো।
Facebook Link 🖇️https://www.facebook.com/profile.php?id=100090738556495&mibextid=ZbWKwL
X / Twitter link 🖇️
https://x.com/Unique77399News?t=SrOGVUDr2f5YmUkgY_h-xg&s=09
Instagram 🖇️
https://www.instagram.com/newsuniqueindia?igsh=eGd1c3RzcGo0eTJl
https://whatsapp.com/channel/0029VaAoaP82UPBJLX11g03s
YouTube link 🖇️
https://www.youtube.com/@newsuniqueindia-zd3vx
Advertisement
Advertisement
Comments
Post a Comment