গারুলিয়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের,বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচনী প্রচার সারলেন
গারুলিয়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের,বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচনী প্রচার সারলেন
News Unique India ,১০ এপ্রিল: বুধবার বিকেলে গারুলিয়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের,বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচনী প্রচার সারলেন ।এদিন গারুলিয়ার লেনিননগরের খেলার মাঠ থেকে বর্ণাঢ্য সুব্রিহত শোভাযাত্রার মাধ্যমে মিছিল শুরু করে সূর্যনগর হয়ে রাধানগরে নির্বাচনী প্রচারটি শেষ হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান নিয়োগ সন্দেশখালি ঘটনার তদন্ত করার জন্য হাইকোর্টের নির্দেশ কে তিনি ইতিবাচক ভূমিকায় সওয়াল করতে দেখা গেল ।তার পাশাপাশি তিনি আরোও জানান পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠার জন্য আগামী দিনে পার্থ ভৌমিককে শীঘ্রই তিহার জেলে বসে ভোট পরিচালনা করতে হবে বলে অর্জুন সিং দাবি করেন।
তিনি আরোও জানান পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠার জন্য আগামী দিনে পার্থ ভৌমিককে শীঘ্রই তিহার জেলে বসে ভোট পরিচালনা করতে হবে বলে অর্জুন সিং দাবি করেন।
Watch full News 🗞️ Click the link below 👇
https://youtu.be/hFEkVYSUH3U?si=THfQdUA0DWbwG1Eg
Facebook link 👇
https://www.facebook.com/share/v/pZM226gcJ5J2Z2ja/?mibextid=qi2Omg
Comments
Post a Comment