আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরজিকর কাণ্ডের ঘটনা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস খতিয়ে এই নির্দেশ দিলেন।



একই সঙ্গে হাইকোর্ট জানান রাজ্যের হাতে থাকা সকল তথ্য ও নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয় যে সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছিল তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। উল্লেখ্য, সোমবার আর জি করের নির্যাতিতা পরিবারের সাথে দেখা করতে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে আলটিমেটার দিয়ে দিয়েছিলেন।

তিনি জানিয়েছেন রবিবার পর্যন্ত পুলিশ যদি এই তদন্তের অগ্রগতি না করতে পারে তাহলে তিনি এই মামলা সিবিআই এর হাতে তুলে দেবেন। তবে হাইকোর্ট রবিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়।প্রধান বিচারপতি এই ঘটনার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ করে জানান পাঁচ দিন কেটে গেল এই ঘটনার এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা পুলিশ আর এই মামলার তদন্ত করবে না। এখন থেকে এই মামলার সমস্ত তদন্ত করবে সিবিআই আধিকারিকেরা।





Comments

Popular posts from this blog

गारुलिया टाउन तृणमूल कांग्रेस की , महिला तृणमूल कांग्रेस की President बनी Safiya khatoon

गारुलिया मैं आयोजित होने जा रहा है कला सांस्कृतिक मेला 2025।

गारुलिया नगरपालिका क्षेत्र में छठ पूजा से पहले गंगा घाटों की मरम्मत और सफाई को लेकर पार्षद मकसूद हसन ने चेयरमैन को एक आवेदन सौंपा है।