আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেডের সভা থেকে ঘোষণা হবে প্রার্থীদের নাম

#WestBengal #LokSabhaElection2024 #TMC


ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে সভায় যোগ দিয়েছেন মানুষ। তবে এই প্রথমবার ব্রিগেডের বিশাল জনসভা থেকে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস (TMC Candidate)। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টি সংসদীয় নির্বাচনী এলাকা প্রার্থী ঘোষণা করবেন।


আগামী কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস-সহ (TMC Candidate) একাধিক রাজনৈতিক দলগুলি। এরমধ্যে আজ প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে যাবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে। এখন তারই অপেক্ষা।

এবার প্রার্থী তালিকা চমক থাকে, নাকি পুরনোদের উপরেই আস্থা রাখবেন তৃণমূল সভানেত্রী? এই নিয়েই এখন তুমুল চর্চা রাজনৈতিক মহলে। পুরোনোদের দিকে পাল্লা ভারী? নাকি নতুনরা উঠে আসবেন এবারের লোকসভায় জোড়াফুল প্রতীকে লড়ার জন্য? সেদিকেই তাকিয়ে বাংলা।


Comments

Popular posts from this blog

गारुलिया टाउन तृणमूल कांग्रेस की , महिला तृणमूल कांग्रेस की President बनी Safiya khatoon

गारुलिया मैं आयोजित होने जा रहा है कला सांस्कृतिक मेला 2025।

गारुलिया नगरपालिका क्षेत्र में छठ पूजा से पहले गंगा घाटों की मरम्मत और सफाई को लेकर पार्षद मकसूद हसन ने चेयरमैन को एक आवेदन सौंपा है।